বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ভোলা সাংবাদিকদের মানববন্ধন

ভোলা জেলা প্রতিনিধি।।

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা । কর্মসূচি থেকে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টানমূলক শাস্তি নিশ্চিত করাসহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নির্যাতন বন্ধের দাবি জানানো হয়।

শুক্রবার বিকালে এই মানববন্ধন কর্মসূচি ও প্রতি আয়োজন করে ভোলা প্রেসক্লাব। এতে সভাপতিত্ব করেন আজকের ভোলা পত্রিকার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন । আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি মো. ইউনূছ শরীফ’র সঞ্চালনায় মানববন্ধনে সাংবাদিক মোবাশ্বের উল্ল্যাহ চৌধুরী, দৈনিক কাকবেলার জেলা প্রতিনিধি মো. ওমর ফারুক, চ্যানেল আই-এর জেলা প্রতিনিধি মো. হারুনুর রশীদ, পৌর জামায়াতের সভাপতি মো. জামাল উদ্দিন, ইসলামিক টিভির জেলা প্রতিনিধি মো. সুলাইমান, ভোলার বাণী পত্রিকার সম্পাদক মুহাম্মদ মাকসুদুর রহমান, একুশে টিভির জেলা প্রতিনিধি মেজাহ উদ্দিন শিপু, মানব জমিন পত্রিকার জেলা প্রতিনিধি এ্যাড. মনিরুল ইসলাম, ভোলা টাইমস্’র সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব, ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার এইচ এম জাকির, জার্নালিস্ট ফোরামের সভাপতি মো. শাহিন কাদের, সহ-সভাপতি শাহরিয়ার জিলন, সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি মো. হেলাল উদ্দিন, বাংলাদেশ বাণী’র জেলা প্রতিনিধি মো. মাকসুদুর রহমান উপস্থিত ছিলেন ।

পরে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় । এসময় খুলনায় গাজীপুরের সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন বক্তারা সাংবাদিক তুহিন হত্যার সুষ্ঠু তদন্ত, জড়িত সবাইকে অবিলম্বে গ্রেফতার এবং দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সব ধরণের সাংবাদিক নির্যাতন ও হত্যা বন্ধের দাবি জানান।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *