শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

তজুমদ্দিনে কবির হত্যার বিচারের দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ

বিশেষ প্রতিবেদক ।।

ভোলার তজুমদ্দিনে শম্ভুপুর ইউনিয়নে বাক-প্রতিবন্ধী কবির (৩৫) হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে কয়েক হাজার স্থানীয় জনতা এ কর্মসূচীতে অংশ নেন।

শুক্রবার (০৮জুলাই) বিকেল ৫টায় উপজেলার শম্ভুপুর ইউনিয়নের বাংলাবাজারে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় জনতা এবং ব্যবসায়ীরা। পরে মিছিলটি নিয়ে দক্ষিণ খাসের বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে খাসের হাট বাজারের চৌরাস্তায় এক প্রতিবাদ সমাবেশ করেন এলাকাবাসীসহ সর্বস্তরের জনসাধারণ।

এসময় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, কবির হত্যার ৮দিন পেরিয়ে গেলেও প্রশাসন এখনও কোনো ব্যবস্থা নিতে পারেনি—এটা প্রশাসনের চরম ব্যর্থতা।

কবির একজন বাক-প্রতিবন্ধী সে কখনো কারো সাথে খারাপ আচরণ করেনি, অথচ তাকে হত্যা করে পুকুরে ফেলে রাখা হয়েছে। একজন বাক-প্রতিবন্ধী হত্যার ৩দিন পর তার লাশ পুকুরে পাওয়া যায়।

কবির নিখোঁজ হওয়ার পর তজুমদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরবর্তীতে পুকুরে থেকে কবিরের লাশ উদ্ধারের পর থানায় মামলা দিতে গেলে মামলা নেয়নি তজুমদ্দিন থানা পুলিশ এবং প্রশাসন জড়িতদের বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।

একজন বাক-প্রতিবন্ধী যদি নিরাপদ না থাকে, তবে আমরা জনগন কোথায় যাবো? কবিরকে গুমের পর হত্যা করা হলেও সাধারণ মৃত্যু বলে প্রশাসন শুধু টালবাহানা করছে। আমরা দ্রুত বিচার চাই এবং হত্যার সঙ্গে জড়িত সকলের কঠোর শাস্তি দাবি করছি। প্রশাসন যদি সুষ্ঠু তদন্তে ব্যর্থ হয়, তাহলে আমাদের আন্দোলন আরও জোরদার হবে।

উল্লেখ্য, গত ১আগষ্ট শম্ভুপুর ইউনিয়ন ৭নম্বর ওয়ার্ড বাড়ীর পাশে পরিত্যাক্ত পুকুরে ভাসমান অবস্থায় কবিরের মরদেহ উদ্ধার করা হয়। কবিরকে হত্যার পর পানিতে ফেলে রাখা হয়েছে বলে দাবি করেন তার পরিবার।

তজুমদ্দিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহব্বত খান বলেন, থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *