সোলায়মান তুহিনদ গৌরনদী প্রতিনিধি।।
সাংবাদিকতার মঞ্চে আবারও ঝরে গেল এক কলম সৈনিকের জীবন। গাজীপুরে প্রকাশ্যে নৃশংসভাবে খুন হলেন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাহসী প্রতিনিধি আসাদুজ্জামান তুহিন। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ গৌরনদী যেন ক্ষোভে ফেটে পড়ল।
শনিবার (৯আগস্ট) সকাল ১১টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, গৌরনদী উপজেলা শাখার আয়োজনে উপজেলা কার্যালয় প্রাঙ্গণ পরিণত হয় বিক্ষোভের মঞ্চে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গৌরনদীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ বজ্র কণ্ঠে গর্জে ওঠেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের গৌরনদী উপজেলা শাখার সভাপতি এসএম মিজান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠ এর স্টাফ রিপোর্টার খোকন আহমেদ হীরা।
বক্তারা একে একে উঠে এসে তুহিন হত্যার ঘটনায় ক্ষোভ উগরে দেন।
বক্তব্য রাখেন বাংলাদেশ বাফসর সাংবাদিক ফোরাম এর গৌরনদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, দপ্তর সম্পাদক কেএম জুয়েল, সাংগঠনিক সম্পাদক প্রেমানন্দ ঘরামী, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির উপজেলা শাখার সভাপতি মনিশচন্দ্র বিশ্বাস, সহ-সভাপতি তারেক মাহমুদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক রনি মোল্লা, সাংগঠনিক সম্পাদক আরিফিন রিয়াদ, সাংবাদিক সোলায়মান তুহিন, সাকিব, বিনয় কৃষ্ণ শিয়ালি ও পঙ্কজ কুণ্ডু প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির গৌরনদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক জামিল মাহমুদ।
বক্তাদের কণ্ঠে ছিল ক্ষোভ ও শোকের মিশেল—
“একজন সাংবাদিককে দিনের আলোয়, প্রকাশ্যে অস্ত্র হাতে হত্যা করা শুধু একজন মানুষকে হত্যা নয়—এটি সত্য, স্বাধীনতা ও গণমাধ্যমের ওপর বর্বরতম আঘাত। আমরা আর নীরব থাকব না। হত্যাকারীদের শাস্তি না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।”
প্রতিবাদ সমাবেশে বক্তারা আরও বলেন, “সাংবাদিক হত্যা মানে জাতির কণ্ঠ রোধ করা। যারা তুহিনকে হত্যা করেছে, তারা আসলে মানুষের জানার অধিকারকে হত্যা করেছে। এই হত্যাকারীদের যদি আইনের আওতায় আনা না হয়, তবে গণমাধ্যমের নিরাপত্তা আর নিশ্চিত করা যাবে না।”
আলোচনা শেষে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্লোগানে স্লোগানে কেঁপে ওঠে সভাস্থল “সাংবাদিক হত্যার বিচার চাই, বিচার চাই…” “হত্যাকারীর ফাঁসি চাই…”
তুহিন হত্যার প্রতিবাদে আজ গৌরনদী শুধু একটি সমাবেশ করেনি—এটি ছিল সত্য ও ন্যায়ের জন্য গর্জে ওঠা এক অঙ্গীকার।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।