নিজস্ব প্রতিবেদক ।।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্র ঘোষিত “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫” এর অংশ হিসেবে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে ব্যতিক্রমধর্মী পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করা হয়। সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ করা হয় এবং পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ রাকিবুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “পরিবেশ রক্ষা আজ সময়ের দাবি। বৃক্ষরোপণের মাধ্যমে আমরা শুধু প্রকৃতিকে নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে পারি। ছাত্রশিবিরের এ মহতী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল পলিটেকনিকের উপাধ্যক্ষ মো. মনজুর মোর্শেদ ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য এবং বরিশাল মহানগর শাখার সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম। তিনি বলেন, “পরিবেশ আন্দোলন শুধু একটি কর্মসূচি নয়, এটি হতে হবে আমাদের জীবনের অংশ। ছাত্রশিবিরের প্রতিটি সদস্য যেন নিজ নিজ অবস্থান থেকে এই আন্দোলনের ধারক ও বাহক হয়—এটাই আমাদের প্রত্যাশা।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর শাখার বাইতুলমান সম্পাদক মোঃ আব্দুর রহমান সুজন এবং ছাত্রকল্যাণ সম্পাদক মোঃ আবির হোসেন নোমান। প্রোগ্রামের সভাপতিত্ব করেন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সভাপতি মোহাম্মদ রায়হান খান। সঞ্চালনার দায়িত্ব পালন করেন শাখার সাংগঠনিক সম্পাদক ও বায়তুলমান সম্পাদক মোঃ ওমর ফারুক সিফাত।
অনুষ্ঠানে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক ও দায়িত্বশীলবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শেষে ক্যাম্পাস প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়, যা ভবিষ্যতে ক্যাম্পাসকে আরও সবুজ ও প্রাণবন্ত করে তুলবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পরিবেশ সচেতনতা বিষয়ক এ ধরনের উদ্যোগ শিক্ষাঙ্গনে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।