নিজস্ব প্রতিবেদক ।।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত ‘তারুণ্যের উৎসব ২০২৫’ শিরোনামে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে সারা দেশের ন্যায় বরিশাল জেলায় কারসা ফাউন্ডেশন RAISE প্রকল্পের উদ্যোগে উদযাপিত হয়।
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১২ আগস্ট সকাল ১০টায় র্যালিতে অংশগ্রহণ করেন রেইজ প্রকল্পের আওতায় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় দুই শতাধিক ভবিষ্যত তরুণ উদ্যোক্তা। বক্তব্য দেন কারসা ফাউন্ডেশনের সিনিয়র জোনাল ম্যানেজার ও ফোকাল পার্সন মো. রফিকুল ইসলাম ও রেইজ প্রকল্পের কো-অর্ডিনেটর বিকাশ মন্ডল, লাইফ স্কীল অফিসার মোঃ আজিজুর রহমান, কেস ম্যানেজমেন্ট অফিসার ইসরাত জাহান এবং হিসাব কর্মকর্তা মোঃ মিলন প্যাদা ।
ব্যানার, ফেস্টুন নিয়ে র্যালিটি নগরীর আমতলা মোড় থেকে বাংলাবাজার পর্যন্ত রাস্তা প্রদক্ষিণ শেষে নেকসাস কার্যালয়ে গিয়ে আলোচনা সভার আয়োজন করে।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই আলোচনা সভায় আলোচকরা যুব সমাজের উন্নয়ন, কর্মসংস্থান সৃজন এবং দক্ষতা বৃদ্ধিতে রেইজ প্রকল্পের ভূমিকা তুলে ধরেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।