শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বরগুনায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর নিহত

বরগুনা প্রতিনিধি
বরগুনায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে জেলা শহরের টাউনহল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম শ্যামল চন্দ্র শীল (৫৪)।

তিনি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের কালিপুর গ্রামের মনোরঞ্জন শীলের ছেলে। শ্যামল বরগুনার টাউন হল এলাকায় একটি সেলুনে নরসুন্দরের কাজ করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যামল সকালে টাউন হল এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হয়ে সড়কের ওপর পড়ে যান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াকুব হোসাইন বলেন,

‘সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেছে পুলিশ। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

 

আরো পড়ুন

‎গৌরনদীতে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় নিহত-১

সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।। ‎বরিশাল–ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার সাউদের খালপার এলাকায় দ্রুতগামী অজ্ঞাত পরিবহনের ধাক্কায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *