রাজাপুর প্রতিনিধি।।
ঝালকাঠির রাজাপুরে বড় মাছ না দেওয়ায় এক যুবদল নেতার হাতুড়ি পেটায় গুরুত্বও আহত হয়েছেন মাহবুব হোসেন (৩০) নামের এক যুবক। বৃহস্পতিবার রাতে উপজেলার চাড়াখালি নাইয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত মাহবুব ওই এলাকার নাসির উদ্দিনের ছেলে।
অভিযুক্ত যুবদল নেতার নাম মনির হোসেন মোল্লা একই এলাকার মৃত সুলতান মোল্লার ছেলে এবং রাজাপুর উপজেলা যুবদলের সদস্য।
ভুক্তভোগী পরিবার জানায়, স্থানীয় খালে মাছ ধরতে চাইলে মনির মোল্লা জোর করে নিয়মিত মাছ নেন। বৃহস্পতিবার মাহবুবের চাচা মোজ্জামেল খালে জাল ফেলে এক কেজি ওজনের একটি আইড় মাছ পায় এবং তা মনির মোল্লাকে দেন। মাছ ছোট হওয়ায় ক্ষিপ্ত হয়ে মনির মোল্লা গালাগালি করেন এবং বড় মাছ না দিলে জাল পুড়িয়ে ফেলার হুমকি দেয়। এ সময় মাহবুব প্রতিবাদ করলে রাতে একা পেয়ে মনির হাতুড়ি দিয়ে তাকে পেটায়। এতে মাহবুবের কপালে গুরুত্বও আঘাত লাগে।
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন এবং অচেতন অবস্থায় রয়েছেন।
এ ব্যাপারে যুবদল নেতা মনির মোল্লার কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে জানায়, ঘটনার সময় আমি এলাকায় ছিলাম না। এখানে আমাকে জড়ানোর হয়েছে।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তমাল হালদার জানান, মাহবুবের কপালের পাশে গুরুত্বও আঘাতের চিহ্ন রয়েছে। সিটি স্ক্যানের মাধ্যমে তার অবস্থার বিস্তারিত জানা যাবে।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. ইসমাইল হোসেন বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।