নুর উল্লাহ আরিফ চরফ্যাশন প্রতিনিধি।।
চরফ্যাশনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ২০২৫ সালের এসএসসি ও দাখিল বোর্ড পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে । শনিবার (১৬আগস্ট) সকাল দশটায় চরফ্যাশন কারামতিয়া কামিল (এমএ) মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এ অঞ্চলের প্রায় শতাধিক কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়।
চরফ্যাশন উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মেহেদী হাসান সজীবের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মো. সোহেল রানা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল।
প্রধান অতিথির বক্তব্যে সোহেল রানা বলেন, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের জন্য এটি কেবল শুরু। বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও ভবিষ্যৎ ক্যারিয়ারে সাফল্য অর্জনের মাধ্যমেই এই ফলের প্রকৃত মূল্যায়ন হবে। তিনি শিক্ষার্থীদেরকে লক্ষ্য স্থির রেখে উচ্চশিক্ষায় মনোযোগী হতে এবং নৈতিকতার সাথে নিজেদের এগিয়ে যেতে পরামর্শ দেন।
প্রধান বক্তার বক্তব্যে অধ্যক্ষ মোস্তফা কামাল বলেন, কেবল মেধা নয়, শিক্ষার্থীদের মানবিক ও নৈতিক গুণাবলি অর্জনও জরুরি। তাই শিক্ষা অর্জনের পাশাপাশি নিজেদের নৈতিক মূল্যবোধ রক্ষা করা অপরিহার্য।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা উপস্থিত শিক্ষার্থীদের নৈতিক, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তারা বলেন, দেশের উন্নয়ন ও সমাজের কল্যাণে কৃতী শিক্ষার্থীদের অপরিসীম ভূমিকা রাখতে হবে।
উপজেলা স্কুল কার্যক্রম সম্পাদক সাইয়েদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট এনামুল হক রায়হান, পৌর আমীর সহকারী অধ্যাপক মামুন আলম, চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজের ভাইস-প্রিন্সিপাল ইব্রাহিম খলিল সবুজ, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজের প্রভাষক জাহিদ হাসান উপজেলা ছাত্র শিবিরের ভোলা জেলা শাখার সভাপতি মাওলানা জসিম উদ্দিন, শেরে বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী এতেশামুল হক নাবিল ও ছাত্রশিবিরের বিভিন্ন ইউনিট নেতৃবৃন্দ।
আয়োজকদের প্রত্যাশা মনোমুগ্ধকর এই আয়োজন কৃতী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে ভবিষ্যৎ পথচলায়। তারা জানান, প্রতি বছর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের উৎসাহ ও প্রেরণা জোগাতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃতি শিক্ষার্থীরা বলেন, ছাত্রশিবির আমাদেরকে এই প্রোগ্রামের মাধ্যমে সম্মানিত করেছেন, এখান থেকে আমরা অনেক কিছু শিক্ষা অর্জন করেছি, আশা করছি আমাদের ভবিষ্যত ক্যারিয়ার গঠনে ছাত্র শিবির অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
সংবর্ধনা অনুষ্ঠানে দ্বীপাঞ্চল সাংস্কৃতিক সংসদের শিল্পীদের পক্ষ থেকে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।