এম. জামাল বোরহানউদ্দিন প্রতিনিধি।।
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় শনিবার নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম জন্মদিন (জন্মাষ্টমী) উৎসব।
এদিন সকাল থেকে উপজেলার বিভিন্ন মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্বলন, গীতাযজ্ঞ, নামসংকীর্তন, কৃষ্ণপূজা, প্রার্থনা সভা ও আলোচনা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় উপজেলা কেন্দ্রীয় মন্দির থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রবীন্দ্রপল্লী ভাওয়াল বাড়ি শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক নীল রতনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান উজ্জামান, কৃষি কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মন্ডল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি বাবু তপন কান্তি দে, সম্পাদক ঠাকুরদাস মিত্র, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু লিটন চন্দ্র রক্ষিত, সম্পাদক বাবু বিল্টু চন্দ্র দাস, পৌর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সম্পাদক দিপক চন্দ্র দাস, কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি বাবু নারায়ন কর্মকার, সহ-সভাপতি বাবু কানু লাল দে, সহ-সম্পাদক বাদল চন্দ্র দে, প্রচার সম্পাদক সুমন চন্দ্র দে সহ বিভিন্ন মন্দির কমিটির সভাপতি-সম্পাদকরা উপস্থিত ছিলেন।
উৎসবকে ঘিরে বোরহানউদ্দিনে সর্বস্তরের হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।