নিজস্ব প্রতিবেদক : বরগুনার তালতলী উপজেলার জয়ালভাঙ্গা এলাকায় ৩৫টি ট্রলার আটক করা হয়েছে। সাগর মোহনা ও পায়রা নদীতে মা ইলিশ ধরার দায়ে ট্রলারগুলো আটক করে জয়ালভাঙ্গা এলাকায় নিয়ে আসা হয়। কোস্টগার্ড, নৌপুলিশ এবং মৎস্য বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে আজ শুক্রবার (২৪ অক্টোবর) ভোররাত পর্যন্ত এসব ট্রলার আটক করা হয়। তবে এসময় কোনো ট্রলারে জাল পাওয়া যায়নি।
অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, তারা বৃহস্পতিবার রাত থেকে পায়রা নদীতে অভিযান শুরু করেন। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর রাত পর্যন্ত ৩৫টি ট্রলার আটক করেন তারা। তবে এসব ট্রলারে কোনো জাল পাওয়া যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, জেলেরা রাতেই নদীতে জাল ফেলেন। তারপর জাল তোলার আগেই অভিযান পরিচালিত হয়। তখন জাল নদীতে রেখেই ট্রলারগুলো একে একে আটক করা হয়। ভোররাতের মধ্যেই ট্রলারগুলো পায়রতীরের জয়ালভাঙ্গা এলাকায় নিয়ে আসা হয়।
প্রত্যেকটি ট্রালরকে এক হাজার টাকা জরিমানা করা হয়। নিষেধাজ্ঞা শেষ না হওয়া পর্যন্ত ট্রলারগুলো ওই স্থান ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়। তালতলীর সহকারী কমিশনার (ভূমি) সেবক মণ্ডল বলেন, ‘ট্রলারে কোনো জাল পাওয়া যায়নি। সেই কারণে প্রত্যেকটি ট্রলার থেকে এক হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়েছে। নিষেধাজ্ঞা শেষ না হওয়া পর্যন্ত জেলেদের ওই এলাকা থেকে ট্রলার না সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।