নিজস্ব প্রতিবেদক।।
ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তিমূলক অনুষ্ঠান, আনন্দ-উৎসব এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বরিশালে পালিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব জন্মাষ্টমী।
শনিবার (১৬আগস্ট) সকাল থেকে নগরীর বিভিন্ন মন্দির, আশ্রম ও সংগঠনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। মূল আয়োজন শুরু হয় বেলা সাড়ে ১১টায় নগরীর লাইন রোডে। উদ্বোধন করেন শ্রী বিজয় কৃষ্ণ দে।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। বক্তারা বলেন, শ্রীকৃষ্ণ ছিলেন মানবকল্যাণের প্রতীক। তার জীবনাদর্শ মানুষকে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে অনুপ্রাণিত করে।
আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি, মঙ্গল ও সমৃদ্ধি কামনায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর লাইন রোড থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রঙিন সাজপোশাক ও ভক্তিমূলক প্রতীকে সজ্জিত হয়ে হাজারো ভক্ত এতে অংশ নেন।
শোভাযাত্রায় ভক্তরা জানান, পৃথিবীতে যখন অন্যায়-অবিচার বেড়ে যায়, তখন মহামানব আবির্ভূত হয়ে সমাজে ভারসাম্য ফিরিয়ে আনেন। তাদের প্রার্থনা, দেশের প্রতিটি মানুষ শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকুক।
শোভাযাত্রা ঘিরে নগরজুড়ে ছিল উৎসবের আমেজ। তবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনা সদস্যরাও মোতায়েন করা হয়।
হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বলেন, জন্মাষ্টমী উৎসব কেবল ভক্তদের আনন্দ নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।