বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন কেবল একটি সাংবিধানিক প্রক্রিয়া নয় বরং এটি গণতন্ত্রের প্রাণ। কিন্তু আমাদের দেশে বিগত এক যুগেরও বেশি সময় ধরে নির্বাচনের নামে যে প্রহসন জাতি পর্যবেক্ষণ করেছে তা কল্পনাতীত। বিএনপি একটি নির্বাচন মুখিদল।
জনগণের ভোটাধিকার রাষ্ট্র পরিচালনার একমাত্র হাতিয়ার বলেই বিএনপি মনে প্রানে বিশ্বাস করে। তারই ধারাবাহিকতায় বিএনপি দীর্ঘদিন ধরেই ভোটাধিকারের জন্য লড়াই করে চলছে। বিনা ভোটে অথবা কারসাজির মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করা বিএনপির নীতি বিরোধী যার প্রমাণ ১৫ই ফেব্রুয়ারি ১৯৯৬ সালের নির্বাচনে জয়ী হয়েও জনগণের দাবির প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রচলনের জন্য ১৫ই মার্চ ১৯৯৬ সালে হা/না ভোটের মাধ্যমে বিনা রক্তপাতে ক্ষমতা ছেড়ে দেয়া।
অনেক বিশ্লেষকদের মতে ওই সময় বিএনপি যদি রক্তপাতের পথ বেছে নিত তাহলে ক্ষমতায় টিকে থাকতে পারতো। এছাড়াও জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সরকার বিএনপি কে নিয়ে গঠনের প্রস্তাব দেয়া হলেও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই প্রস্তাব সবিনয় প্রত্যাখ্যান করেছেন আর এরই মাধ্যমে বিএনপি পরিণত হয়েছে বাংলাদেশের গণমানুষের প্রাণের দলে। বিএনপি’র ভবিষ্যৎ রাজনীতি হওয়া উচিত সংস্কারমুখী রাজনীতি, ঐক্যের রাজনীতি, তরুণ প্রজন্মের নেতৃত্ব। অর্থনীতি, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও দুর্নীতি দমন বিষয় বিএনপি’র উপস্থাপিত ৩১দফা কর্ম পরিকল্পনা ইতোমধ্যে জনমনে আশার আলো জাগিয়েছে।
জনগণ পরিবর্তন চাই, গণতান্ত্রিক মূল্যবোধে ফিরে যেতে চায়। বিএনপিকে জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে গণতান্ত্রিক সংস্কৃতি পুনর্গঠনের পূর্ণ প্রতিশ্রুতি দিতে হবে। জনগণকে আশ্বস্ত করতে হবে যে, বিএনপি কখনোই একদলীয় শাসন বা প্রতিহিংসার রাজনীতিতে ফিরবে না।
বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপি’র বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার লিপ্ত হয়েছে দেশি-বিদেশি নানা গোষ্ঠী। কখনো তকমা লাগাচ্ছে চাঁদাবাজির কখনো বা জবরদখলকারীর। কিন্তু বিস্ময়করভাবে বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা যত বাড়ছে জনসমর্থনও বাড়ছে তার থেকে দ্বিগুণ হারে। মাঝে মাঝে চক্রান্তকারীরা এমন সব প্রোপাগান্ডা চালাচ্ছে যা মানুষের হাসির খোরাক যোগাচ্ছে। যদিও প্রোপাগান্ডা মোকাবেলায় বিএনপির কৌশলগত ভূমিকা অপ্রতুল।
চলমান প্রপাগান্ডা মোকাবেলায় দলীয় কর্মীদের আরো সক্রিয় করতে দলের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা অত্যাবশ্যক। ডিজিটাল platform, সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণ নেতৃত্বকে অন্তর্ভুক্ত করে যুক্তি-তর্ক উপস্থাপনার মাধ্যমে প্রোপাগান্ডা মোকাবেলা করতে হবে। ছাত্র ভালো হলে তাকে অনেকেই হিংসা করে। ভালো ছাত্ররা তার মেধা ও কৌশল এর মাধ্যমে হিংসা কারীদের মুখে কালিমা লেপন করে দেয় আর এটাতেই তার কৃতিত্ব।
আশা করি বিএনপি’র নেতা কর্মীরাও তাদের যোগ্যতা দক্ষতা ও মেধার মাধ্যমে সকল প্রোপাগান্ডা মোকাবেলা করে দলের জনপ্রিয়তা ধরে রাখবেন তাহলেই আগামী নির্বাচনে জনগণের পূর্ণ সমর্থনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে।
ড. হাচিব মোহাম্মদ তুষার,
আইনবিদ ও রাজনৈতিক বিশ্লেষক
সেক্রেটারি (আন্তর্জাতিক), আইসিএফএসএ, মালয়েশিয়া।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।