বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

কাজিরহাটে প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা

হিজলা প্রতিনিধি।।

বরিশালের কাজিরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নে প্রবাসীর জমি জোরপূর্বক দখল করতে গেলে তার স্ত্রী বাধা দেয়। তখন দখলকারীরা প্রবাসীর স্ত্রীকে এলোপাতাড়ী পিটিয়ে গুরুতর জখম করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে হিজলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে আহত প্রবাসীর স্ত্রী চিকিৎসাধীন।

১৭আগষ্ট, রবিবার সকাল ১০টার সময়ে ভুক্তভোগী নারীর বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনাসূত্রে জানা গেছে সাহাবুদ্দিন সরদার দীর্ঘদিন যাবৎ প্রবাসে কর্মরত আছেন। এ সুযোগে একই বাড়ির চাচা ও চাচাতো ভাই মোসলেম সরদার,আশরাফুল সিকদার, ও আরিফ বেপারী জোরপূর্বক কয়েকবার তাদের সম্পত্তি দখলের চেষ্টা করে। গত শনিবার উভয় পক্ষ কাজিরহাট থানায় অভিযোগ দায়ের করেন। তখন এস আই মেহেদি স্ব-স্ব দখলে থাকার পরামর্শ দেন।

রবিবার সকালে মোসলেম সরদার, আশরাফুল সিকদার, আরিফ বেপারী দলবল নিয়ে প্রবাসী সাহাবুদ্দিন সরদার এর ঘরবাড়ি ভেঙ্গে দখল শুরু করেন। তখন প্রবাসী সাহাবুদ্দিন এর স্ত্রী বাধা দিলে তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করেন।

কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, এই জমি নিয়ে দ্বন্দ্ব অনেক দিনের।আজকের দখল নিয়ে প্রবাসীর স্ত্রীকে মারধরের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আসামিদের আটকের চেষ্টা চলছে।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *