নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল স্থানীয় সরকার পরিচালক খোন্দকার আনোয়ার হোসেন বলেছেন, মাছ আমাদের জাতীয় সম্পদ। এটি আমিষের অন্যতম একটি উৎস। জেলেরা মাছ ধরে বলেই আমরা তা খেতে পারি। পরিতাপের বিষয় যে, যারা এত কষ্ট করে মাছ শিকার করে তারা এর লভ্যাংশ খুব কমই ভোগ করতে পারে। কেননা অধিকাংশ জেলে মাছ ধরার সরঞ্জাম কিনতে দাদনের উপর নির্ভরশীল। জেলেদের দাদন নির্ভর না হয়ে সঞ্চয়প্রবণ হতে হবে। এভাবেই তাদের নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটানো সম্ভব।
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্যাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে আজ (সোমবার) জেলা শিল্পকলা একাডেমিতে ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি উপস্থিত জেলেদের উদ্দেশে বলেন, মাছ আপনাদের সম্পদ। এ সম্পদ আপনাদেরকেই রক্ষা করতে হবে। সরকার এই সম্পদ রক্ষার্থে বিভিন্ন আইন প্রণয়ন ও তা বাস্তবায়ন করছে। এসময় তিনি মৎস্য সম্পদ রক্ষার্থে সরকারের পাশাপাশি সকল মৎস্যজীবীদের এগিয়ে আসার আহ্বান জানান।
মাছের উৎপাদন বৃদ্ধিকরণ প্রসঙ্গে তিনি বলেন, নতুন প্রযুক্তির মাধ্যমে মাছ উৎপাদন করতে হবে। সেক্ষেত্রে তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এতে করে মাছের উৎপাদন বাড়বে যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন ও উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার। এছাড়া জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ স্বাগত বক্তব্য রাখেন। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মৎস্যজীবী ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শুরুতে শিল্পকলা একাডেমি হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।