কাজল দে হিজলা প্রতিনিধি।।
“অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি” এই স্লোগানকে সামনে রেখে বরিশালের হিজলা উপজেলায় পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫। মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলে, মৎস্যচাষী ও মৎস্যজীবীগণের সাথে এক সচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১৯আগস্ট (মঙ্গলবার) বিকেলে পুরাতন হিজলা বন্দরে হিজলা উপজেলা মৎস্য অধিদপ্তর এর আয়োজন জন সচেতনতা মূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলম বলেন, বাংলাদেশ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ দেশ। তবে আমাদের দেশীয় প্রজাতির মাছ উৎপাদনের দিকে মৎস্য চাষিদের মনোযোগী হতে হবে। তা না হলে দেশীও মাছ একটা সময় বিলুপ্ত হয়ে যাবে। সামনে মা ইলিশ সংরক্ষণ অভিযান, আমরা সকল জেলেদেরকে আইন মেনে মাছ শিকারের আহ্বান জানাই। এ পর্যন্ত নিবন্ধিত প্রায় ১৮লাখ ১০হাজার জেলের মধ্যে ১৫লাখ ৮০হাজার জেলেকে পরিচয়পত্র দেওয়া হয়েছে। প্রতি বছর জেলেদেরকে সরকার নির্ধারিত চাল বিতরণ করা হচ্ছে। ছেলেদেরকে আইন মেনে নদীতে মাছ শিকারের আহ্বান জানান।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ বেলাল জমাদার, উপজেলা জাতীয় মৎস্যজীবী সমিতির সদস্য সচিব মোঃ সোলাইমান জমাদার, মাষ্টার মোঃ মনির হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন সহ অন্যান্যরা।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।