বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

দৌলতখানে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মো. মাকছুদুর রহমান পাটোয়ারী।।

নানান কর্মসূচির মধ্য দিয়ে ভোলার দৌলতখানে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।

বুধবার (২০আগস্ট) উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের শেষে বিএনপির দলীয় কার্যালয়ে কেক কাটা হয়। পরে বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে পৌর শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর বিভিন্ন স্থানে পরিস্কার পরিচ্ছন্নতা শেষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

 

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সম্পাদক মোহাম্মদ উল্যাহ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহসিন রাশেদ, সদস্য সচিব মাজহারুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোসলেউদ্দিন, সদস্য সচিব মোঃ জামাল সহ উপজেলা ও পৌরসভা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *