নিজস্ব প্রতিবেদক।।
বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেছেন, গ্রামের সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদের অবকাঠামো উন্নয়ন এবং জনবল বৃদ্ধি করতে হবে।
জেলা প্রশাসক ২০আগস্ট বুধবার সকালে তাঁর সভাকক্ষে ‘জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয়’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তিনি বলেন, জন্ম-মৃত্যু নিবন্ধন সঠিকভাবে করতে হবে এবং এ সনদ দ্রুত দেওয়ার ব্যবস্থা করতে হবে। তিনি আরও বলেন, গ্রাম আদালতের প্রচারণা বাড়াতে জনবহুল স্থানে ভিডিওচিত্র ও লিফলেট বিতরণ করতে হবে। যাদের আর্থিক সক্ষমতা কম তাদের বিচার কার্যক্রম গ্রাম আদালতে হলে তাদের সময় ও অর্থ দুটোই বাঁচবে।
জনসেবা নিশ্চিতকরণকে গুরুত্বারোপ করে জেলা প্রশাসক বলেন, আমলযোগ্য অপরাধের সালিশ গ্রাম আদালতে করা যায় না, এর বিচার হয় প্রচলিত আদালতে। চেয়ারম্যানরা সর্বোচ্চ ৩ লক্ষ টাকা মূল্যের ফৌজদারি মামলার বিচার করতে পারেন।
স্থানীয় সরকার উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হাসানসহ বরিশাল জেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।