শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে বোরহানউদ্দিনে মতবিনিময় সভা

এম জামাল বোরহানউদ্দিন প্রতিনিধি।। 

বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার ফাযিল ও কামিল মাদ্রাসার উদ্যোগে “মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন ও মুখলিছ আলিম তৈরির কৌশল নির্ধারণ” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ডিসেম্বর) মাগরিবের নামাজের পর বোরহানউদ্দিন কামিল মাদ্রাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা বিভাগের ডিন প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ। তিনি শিক্ষক–শিক্ষার্থীর পারস্পরিক দূরত্ব কমানো, সময় ব্যবস্থাপনার প্রতি আমানতদারিত্ব বজায় রাখা এবং শিক্ষকদের মাঝে খুলুসিয়াত ও আন্তরিকতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি বিভিন্ন মাদ্রাসার শিক্ষকদের উত্থাপিত প্রশ্ন ও মতামত মনোযোগ সহকারে শোনেন এবং সেগুলোর উত্তর প্রদান করেন।

সভায় সভাপতিত্ব করেন বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ এ বি আহমেদ উল্লাহ আনছারী। অনুষ্ঠানে বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার ফাযিল ও কামিল মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রভাষক ও সহকারী অধ্যাপকসহ বিভিন্ন শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় মাদ্রাসার পাঠদানের মানোন্নয়ন, ফাযিল সিলেবাসের প্রয়োজনীয় পরিমার্জন, আধুনিক শিক্ষাপদ্ধতির প্রয়োগ, শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক গঠনসহ সময়োপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার নানা দিক নিয়ে আলোচনা হয়।

আরো পড়ুন

বানারীপাড়ায় এক ইলিশের দাম ১৫০০০ টাকা

মাইদুল ইসলাম শফিক।। বরিশালের বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীর এক জেলের জালে ২কেজি ৬০০গ্রাম ওজনের একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *