এম জামাল বোরহানউদ্দিন প্রতিনিধি।।
বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার ফাযিল ও কামিল মাদ্রাসার উদ্যোগে “মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন ও মুখলিছ আলিম তৈরির কৌশল নির্ধারণ” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ডিসেম্বর) মাগরিবের নামাজের পর বোরহানউদ্দিন কামিল মাদ্রাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা বিভাগের ডিন প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ। তিনি শিক্ষক–শিক্ষার্থীর পারস্পরিক দূরত্ব কমানো, সময় ব্যবস্থাপনার প্রতি আমানতদারিত্ব বজায় রাখা এবং শিক্ষকদের মাঝে খুলুসিয়াত ও আন্তরিকতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি বিভিন্ন মাদ্রাসার শিক্ষকদের উত্থাপিত প্রশ্ন ও মতামত মনোযোগ সহকারে শোনেন এবং সেগুলোর উত্তর প্রদান করেন।

সভায় সভাপতিত্ব করেন বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ এ বি আহমেদ উল্লাহ আনছারী। অনুষ্ঠানে বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার ফাযিল ও কামিল মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রভাষক ও সহকারী অধ্যাপকসহ বিভিন্ন শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় মাদ্রাসার পাঠদানের মানোন্নয়ন, ফাযিল সিলেবাসের প্রয়োজনীয় পরিমার্জন, আধুনিক শিক্ষাপদ্ধতির প্রয়োগ, শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক গঠনসহ সময়োপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার নানা দিক নিয়ে আলোচনা হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।