বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
Golam_Kibria_Tipu
Golam_Kibria_Tipu

সাবেক এমপি-জাপা নেতা টিপু কারাগারে

নিজস্ব প্রতিবেদক ‍॥

বরিশাল-৩ আসনের সাবেক এমপি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুর জামিন না মঞ্জুর করে জেলে পাঠানো হয়েছে।
দ্বাদশ সংসদ নির্বাচনে কেন্দ্র দখল করে ভোট ডাকাতির মামলার আসামি হিসেবে রোববার (৮ ডিসেম্বর) বরিশালের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন তিনি।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর রহমান জামিন না মঞ্জুর করে জেলে পাঠিয়েছেন বলে জিআরও এএসআই খাদিজা বেগম জানান।
গত ২১ নভেম্বর বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন হেমায়েত বাদী হয়ে সাবেক এমপি টিপুকে প্রধান
আসামি করে নামধারী ১১ ও অজ্ঞাত আরো ১৫০ জনকে আসামি করে ওই মামলাটি করেন।

জিআরও খাদিজা বেগম জানান, মামলার আসামি হিসেবে সাবেক এমপি টিপু আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গ্রেপ্তারি পরোয়ানা মূলে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন। এছাড়াও মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে ১০ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেন। আগামী ১০ ডিসেম্বর জামিন ও রিমান্ড আবেদনের শুনানির জন্য দিন ধার্য করেছেন।

দ্বাদশ সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হয়েছিলেন গোলাম কিবরিয়া টিপু। তিনি নির্বাচনে জয়ী হয়ে সংসদ
সদস্য হয়েছিলেন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ইউনিয়নের ‘ঠাকুর মল্লিক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট চলাকালে সকাল ১০টার দিকে আসামিরা রামদা, লাঠিসোঁটা নিয়ে কেন্দ্রে প্রবেশ করে হামলা চালায়। এসময় বিএনপি দলীয় প্রার্থীর এজেন্টদের মারধর করে। পরে ভোটকেন্দ্রে বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এছাড়া মামলার বাদী আনোয়ার হোসেনের মোটরসাইকেল ভাঙচুর করে তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে ভোটকেন্দ্র দখল করে। পরে জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপুর ব্যালট পেপারে সিল মেরে তাকে অবৈধভাবে সংসদ সদস্য নির্বাচিত করেন।

এ অভিযোগে করা ওই মামলার নামধারী অন্য আসামিরা হলেন একই আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলার সাধারণ সম্পাদক শেখ টিপু সুলতান, বাবুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী এমদাদুল হক দুলাল, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার খালেদ হোসেন স্বপন, উপজেলার সাবেক চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মিলন, মাধবপাশা ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, রিয়াজ সরদার, মাধবপাশা ইউনিয়ন তাঁতী দলের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি মো. সোহেল সরদার।

এদিকে বরিশাল-৩ আসনের সাবেক এমপি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুর আত্মসমর্পণের খবর পেয়ে বরিশাল-৩ আসনের মুলাদী ও বাবুগঞ্জ উপজেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছেন।

আরো পড়ুন

হিজলায় মানবাধিকার দিবস উপলক্ষে ছাত্রদলের মানববন্ধন

কাজল দে, হিজলা প্রতিনিধি ‍॥ বরিশালের হিজলা উপজেলায় আর্ন্তজাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ছাত্রদল মানববন্ধন কর্মসূচী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *