শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

এনসিপির ব্যানারে সাবেক ছাত্রদল নেতার বাবার ছবি, প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক।। 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ব্যানারে পিরোজপুরের সাবেক ছাত্রদল নেতা বদিউজ্জামান শেখ রুবেলের বাবা মো. আসলাম শেখের ছবি দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।

শুক্রবার (২২আগস্ট) দিবাগত রাতে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির সমর্থক মো. আসলাম শেখ ও তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে এ সংবাদ সম্মেলন করেন।

‎এ সময় আসলাম শেখ তার লিখিত বক্তব্যে জানান, দীর্ঘদিন ধরে তিনি শারীরিক অসুস্থতার কারণে রাজনীতিতে সক্রিয় না থাকলেও ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং তার পরিবারও জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। তার স্ত্রী জাকিয়া আসলাম জেলা মহিলা দলের সাবেক সভাপতি, ছেলে এমডি বদিউজ্জামান শেখ রুবেল ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং মেয়ে জেলা ছাত্রদলের সহসম্পাদক ছিলেন।

‎আসলাম শেখ দাবি করেন, একটি কুচক্রী মহল তার ও পরিবারের ভাবমূর্তি নষ্ট করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে এনসিপির ব্যানারে তার ছবি ব্যবহার করেছে। তিনি জানান, ইতোমধ্যে সেইসব ব্যানার-ফেস্টুন অপসারণ করা হয়েছে।

‎সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে বলেন, আমি কখনোই এনসিপি নামক দলের সঙ্গে যুক্ত ছিলাম না এবং আজীবন বিএনপির সঙ্গেই থাকবো। তিনি আরও বলেন, আমার পরিবার আওয়ামী সরকারের ফ্যাসিস্ট আচরণের শিকার হয়েছে বারবার।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *