শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

আগৈলঝাড়ায় প্রতারক শিক্ষকের চাকুরীর প্রলোভনে নিঃস্ব শতশত পরিবার

আগৈলঝাড়া প্রতিনিধিঃ মানুষ গড়ার কারিগর শিক্ষক এর প্রতারনায় শতশত পরিবার নিঃস্ব হয়েছে। এঘটনায় আগৈলঝাড়া থানায় ও আদালতে একাধিক মামলা চলমান রয়েছে ওই শিক্ষকের বিরুদ্ধে। একটি মামলায় তার সাজাও হয়েছে। প্রতারনার কারনে ওই শিক্ষক চাকুরী হারিয়ে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পরে র‌্যাবের হতে ধরা পরেছে। ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

প্রতারনার স্বীকার ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা গেছে, বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দেরআঁক গ্রামের রমেশ চন্দ্র হালদারের ছেলে ও ছয়গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণুপদ হালদার (৫০)। শিক্ষকতা পেশাকে পুঁজি করে দীর্ঘদিন ধরে সাধারন মানুষকে বিভিন্ন দপ্তরে চাকুরীর প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। দীর্ঘদিনেও এসকল চাকুরী প্রত্যাশীরা চাকুরী না পেয়ে টাকা উত্তোলনের জন্য তার কাছে ধরনা দিয়ে ব্যর্থ হয়।

এঘটনার পর একাধিক ভুক্তভোগী আগৈলঝাড়া থানা ও বরিশাল আদালতে ওই শিক্ষকের বিরুদ্ধে প্রতারনার মামলা দায়ের করেন। উপজেলার ফুল্লশ্রী গ্রামের জিতেন্দ্র নাথ মজুমদারের ছেলে কালাচাঁদ মজুমদার ১৫ লক্ষ টাকা আদায়ের জন্য বরিশাল আদালতে ২০২৩ সালে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ওই মামলায় শিক্ষকের এক বছরের সাজা প্রদান করেন আদালত। দূর্নীতির দায়ে ওই শিক্ষকের সাজা হওয়ায় ওই শিক্ষককে চাকুরীচ্যুত করেন কর্তৃপক্ষ। মামলার পর চাকুরী হারিয়ে শিক্ষক বিষ্ণুপদ হালদার দীর্ঘদিন পলাতক ছিলেন। মঙ্গলবার বিকেলে র‌্যাব-৩’র সদস্যরা ঢাকার মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আগৈলঝাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

এসংবাদ ছড়িয়ে পরলে প্রতারনার স্বীকার শতশত লোকজন আগৈলঝাড়া থানায় ভিড় করেন। এছাড়াও তার বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় ৬টি সিআর মামলা রয়েছে। বাকাল গ্রামের অনিতা মজুমদারকে স্বাস্থ্য কর্মীপদে চাকুরী দেওয়ার জন্য ৪ লক্ষ টাকা ও নিমাই মজুমদারকে প্রাথমিক শিক্ষক পদে চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে ১১ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন প্রতারক শিক্ষক বিষ্ণুপদ হালদার।

এছাড়াও আগৈলঝাড়া, গৌরনদী, উজিরপুর, কালকিনি, ডাসার, কোটালীপাড়াসহ বিভিন্ন স্থান থেকে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা প্রতারনার মাধ্যমে হাতিয়ে নেয় শিক্ষক বিষ্ণুপদ হালদার।এব্যাপারে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে আদালতে একটি মামলার সাজাসহ আগৈলঝাড়া থানায় ৬টি মামলার গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে স্থানীয়দের অসংখ্য মৌখিক প্রতারনার অভিযোগ রয়েছে।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *