ভোলা প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনে ভোলা জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ৮ ডিসেম্বর প্রকাশিত চিঠিতে আগামী ৬ মাসের জন্য এই কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান, যিনি একজন দক্ষ সংগঠক ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের সুপরিচিত আইনজীবী। দলের শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে তার নেতৃত্বে জেলা জুড়ে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।
এছাড়া, গুরুত্বপূর্ণ পদ সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মো. মাসকুদুর রহমান, যিনি দীর্ঘদিন ধরে দলের নীতিগত ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত।
এছাড়া কমিটিতে রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডঃ এ.বি.এম. নুরুল হক, যুগ্ম আহ্বায়ক মো. জহরুল ইসলাম, সদস্য সচিব মেহেদী হাসান শরীফসহ প্রায় ৭৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন হয়।
দলীয় সূত্রে জানা যায়, এ কমিটির মাধ্যমে ভোলা জেলায় এনসিপি নতুনভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদার করবে। ভোলা জেলা আহবায়ক কমিটি সাংগঠনিক ভাবে একটি সুশৃংখল জনবান্ধব ও নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে বলে ভোলা বাসির প্রত্যাশা।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।