মহানগর সংবাদদাতা।।
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে বরিশাল নগরী থেকে গ্রেপ্তার করেছে ঢাকা থেকে আসা সিআইডি পুলিশের একটি দল। রোববার রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয় বলে বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন।
তৌহিদ আফ্রিদি বেসরকারী মাইটিভি’র চেয়ারম্যান কারান্তরীন নাসিরউদ্দিন সাথীর ছেলে।
পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে তৌহিদ আফ্রিদির অবস্থান চিহিৃত করে ঢাকা সিআইডি পুলিশ। পরে তারা বরিশাল মহানগর পুলিশের সহায়তায় নগরী থেকে গ্রেফতার করেছে। পরে তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে চলে যান।
বরিশাল মহানগর পুলিশের কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, তাদের থানা পুলিশের সহায়তা ঢাকা থেকে আসা সিআইডি পুলিশের একটি দল নগরীর বাংলা বাজার এলাকার পপুলার ডায়গনষ্টিক ল্যাবের পাশের একটি ভবন থেকে গ্রেফতার করেছে। পরে তৌহিদ আফ্রিদিকে নিয়ে ঢাকা চলে গেছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।