মঙ্গলবার, মার্চ ১১, ২০২৫

মহিপুর প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ৫ সাংবাদিক

মোঃ মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি:
পটুয়াখালীর মহিপুর প্রেসক্লাবের নতুন সদস্য হিসেবে ৫ জন সাংবাদিক মনোনীত হয়েছেন। রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল্লাহ খান রাব্বীর সভাপতিত্বে এক বিশেষ মিটিংয়ে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে চূড়ান্তভাবে এ ৫ জনকে সদস্য হিসেবে অনুমোদন দেওয়া হয়। এছাড়া বেশ কয়েকজন সংবাদকর্মীর আবেদন পর্যালোচনায় রয়েছে।
নতুন সদস্যরা হলেন- মাইনুদ্দিন আল আতিক (দৈনিক বাংলাদেশ সমাচার/ধ্রুববাণী ডটকম), আরিফুল ইসলাম সুমন (দ্য মুসলিম টাইমস), মিজানুর রহমান রিপন (দৈনিক দেশের ডাক), সালাউদ্দিন সানি (দৈনিক আজকালের কণ্ঠ) ও মাসুদ রানা (দৈনিক সূর্যোদয়)।
নতুন সদস্যরা জানান, তাঁরা প্রেসক্লাবের সদস্য পদ পাওয়ায় একসঙ্গে আনন্দ ও দায়িত্ববোধ অনুভব করছেন। প্রেসক্লাবের ঐতিহ্য ধরে রেখে এটিকে আরও গতিশীল ও নান্দনিক করে তুলতে তাঁরা নিরলসভাবে কাজ করবেন।
প্রেসক্লাবের এ নতুন উদ্যোগ স্থানীয় সাংবাদিকদের ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার পথে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আরো পড়ুন

মেহেন্দিগঞ্জ থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় ঐতিহ্য

এইচ এম আনিছুর রহমান, মেহেন্দিগঞ্জ: মাটির তৈরি জিনিসপত্রের ব্যবহার শুরু হয়েছে প্রাচীনকাল থেকে। আমরা দৈনন্দিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *