মাইদুল ইসলাম শফিক বানারীপাড়া প্রতিনিধি।।
বরিশালের বানারীপাড়ায় উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা ও রোগী কল্যাণ সমিতির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫আগস্ট) সকাল ১০টায় বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম মৃধার সভাপতিত্বে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেকের) ব্যবস্হাপনায় ও বানারীপাড়া প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সহযোগীতায় উক্ত সমন্বয় সভাটি অনুষ্ঠিত হয়।
সমন্বয় সভায় বক্তারা কিভাবে হাসপাতালে রোগীদের সেবার মান বাড়ানো যায় সে ব্যাপারে আলোকপাত করেন। আলোচনার এক পর্যায়ে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম মৃধা জানান সরকারিভাবে শুধুমাত্র অত্র উপজেলার মানুষের জন্যই চিকিৎসা সামগ্রী বরাদ্দ দেয়া হয় কিন্তু তিন জেলার সীমান্তবর্তী উপজেলা হাওয়ায় ওই চিকিৎসা সামগ্রী দিয়ে অত্র উপজেলার প্বার্শবর্তী পিরোজপুর জেলার স্বরুপকাঠী উপজেলা, ঝালকাঠি সদর উপজেলা ও উজিরপুরের অনেক রোগীকে চিকিৎসা দেয়া হয়।যার কারনে অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়।
তারপরে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্র উপজেলা ছাড়াও অন্যান্য উপজেলা থেকে আগত সকল রোগীকে সুচিকিৎসা প্রদান করা হয়।
এছাড়া ও হাসপাতাল পরিচালনায় সর্বমোট ৩২জন ডাক্তারের প্রয়োজন থাকা স্বত্বেও মাত্র ৬জন ডাক্তার দিয়ে চিকিৎসা প্রদান করতে হয়। তার মধ্যে অন্যান্য জনবলের সংকটতো রয়েছেই।
উপজেলা রোগী কল্যাণ সমিতির সদস্য সচিব পার্থ সারথি দেউরি জানান বছরে মাত্র এক লক্ষ টাকা দিয়ে অসহায় ও দুস্থ রোগীদের সরকারি ভাবে চিকিৎসা সামগ্রী কিনে দিতে হয় যা প্রয়োজনের তুলনায় অতি সামান্য এবং এর দ্বারা তাদের চাহিদা পূরণ করা সম্ভব নয়।
সমন্বয় সভায় বক্তব্য রাখেন বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ বায়েজিদুর রহমান, অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এএসএ মুনির, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা আফসানা আক্তার, উপজেলা সমাজসেবা অফিসার পার্থ সারথী দেউরি, কোডেকের কো- অরডিনেটর তোফায়েল আহমেদ, বানারীপাড়া এম এ লতিফ ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাহমুদুল হাসান, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা শিহাব উদ্দিন, পৌর জামায়াতের আমির মোঃ কাওসার হোসেন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ইলিয়াস শেখ, মাইদুল ইসলাম শফিক, সাব্বির হোসেন,বানারীপাড়া উপজেলা প্রতিবন্ধী ফোরামের সহ-সভাপতি রেজাউল ইসলাম বেলাল প্রমূখ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।