নিজস্ব প্রতিবেদক।।
১৩আগস্ট বুধবার দুপুর ১২টায় জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে পরিবেশ অধিদপ্তর বরিশাল এর সহযোগিতার সার্কিট হাউজ সম্মেলন কক্ষে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে জেলা প্রশাসক, বাজার মনিটরিং, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সচিব পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় ড. ফারহিনা আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন পরিচালক পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগ মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, বন সংরক্ষক উপকূলীয় অঞ্চল বরিশাল মিহির কুমার দো, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল মোঃ রেজওয়ান আহেমেদ, পিপিএমসহ আরও অনেকে।

শুরুতে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিয়ে পাওয়া পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয় পরে উন্মুক্ত আলোচনা শেষে অতিথিরা নিষিদ্ধ ঘোষিত পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।