শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

ছাত্রশিবিরের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি।। 

সচেতনতা বৃদ্ধি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভোলা শহর শাখার আওতাধীন ভোলা সদর দক্ষিণ থানা শাখা। দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পেইনে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও স্থানীয় তরুণরা অংশগ্রহণ করে নিজেদের রক্তের গ্রুপ নির্ণয় করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল-আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর শাখার দাওয়াহ ও সমাজসেবা সম্পাদক মাহফুজ বিল্লাহ শাহী। এছাড়াও স্থানীয় শাখার সভাপতি, সেক্রেটারি ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন—
“রক্তদান একটি মানবিক ও সেবামূলক কাজ। একজন মানুষের রক্ত অন্য আরেকজনের জীবন বাঁচাতে পারে। তাই নিয়মিত রক্তদানের মানসিকতা তৈরি করা আমাদের সবার দায়িত্ব।”

বিশেষ অতিথি মাহফুজ বিল্লাহ শাহী বলেন….
আজকের এ আয়োজন তরুণ সমাজের মাঝে রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করবে এবং সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

আয়োজকরা জানান, এই ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের মাধ্যমে শতাধিক শিক্ষার্থীরা রক্তের গ্রুপ জেনে উপকৃত হয়েছেন। ভবিষ্যতেও এমন সেবামূলক কার্যক্রম নিয়মিত আয়োজন করা হবে বলে তারা প্রতিশ্রুতি দেন।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *