বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

চরফ্যাশনে তুচ্ছ ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষ আহত-১৫

নিজস্ব প্রতিবেদক।।

ভোলার চরফ্যাশনে তুচ্ছ ঘটনার জেরে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১৫জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ওমরপুর ইউনিয়নের গরিব ব্যাপারী বাড়িতে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে সানু ও হাসনাত ব্যাপারীর গ্রুপের মধ্যে এ সংঘর্ষ ঘটে।

আহতদের প্রতিবেশী ও স্বজনরা উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেছেন। আহতরা হলেন- সবুজ, রুহুল, আমিন, তানজিম, কবির, বিলকিস, মোরশেদা, হাসনাইন, নজরুল, খালেদা, লিমা, লিপি, মিনারা, আবুল হাসনাত, মমতাজ, আফনান। তারা সবাই একই বাড়ির বাসিন্দা ও আত্মীয়-স্বজন।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে সবুজ ও রুহুল আমিনের মাথায় গুরুতর আঘাত থাকায় তারা চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আগে থেকেই নিজেদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে সুপারি পাড়াকে কেন্দ্র করে সানু ও হাসনাত ব্যাপারীর গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষ প্রায় ২৫থেকে ৩০মিনিট ধরে চলে।

আহত রুহুল আমিনের স্ত্রী কহিনুর বলেন, বাড়িতে আবুল হাসনাত পক্ষের বর্ষা আক্তার আমাদের গাছ থেকে সুপারি পাড়ে। এতে আমার দেবর কবির বাধা দিলে বর্ষার মা মমতাজ তর্কে জড়ায়, গালিগালাজ করে। এক পর্যায়ে প্রতিপক্ষের বাবু আমার দেবরের ছেলে তামিমকে মারধর করলে মারামারি শুরু হয়।

চরফ্যাশন থানার ওসি বলেন, উভয়পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

অবহেলিত জনপদের মানুষের কল্যাণে কাজ করতে চাই – মাওলানা আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে ১১ দলীয় ঐক‍্যজোট (ঐক্যবদ্ধ বাংলাদেশ) সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *