বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

কুয়াকাটা সৈকতে ভেসে এলো অর্ধগলিত মরদেহ

নিজস্ব প্রতিবেদক।।

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে চারদিনের ব্যবধানে আবারো ভেসে এসেছে অর্ধগলিত এক মরদেহ। সৈকতের চরধূলাসার এলাকার ভাঙ্গা নামক স্থান থেকে সাগরে ভাসমান অবস্থায় ওই মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬আগস্ট) রাত আটটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর সংবাদের ভিত্তিতে চরধূলাসার এলাকা থেকে কালো টি শার্ট ও কালো হাফপ্যান্ট পরিহিত অবস্থায় মরদেহটি উদ্ধার করেন কুয়াকাটা নৌ পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে ধূলাসার এলাকা থেকে অর্ধগলিত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছি আমরা। উদ্ধারের পর মরদেহটি কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে।

স্থানীয় জেলে জালাল ফকির জানান, সাগর থেকে মাছ শিকার করে তীরে ফিরছিলাম, ঠিক তখনই দেখি সমুদ্রের ঢেউয়ের সঙ্গে একটি মরদেহ ভাসছে। কাছাকাছি গিয়ে দেখি মাথায় কোনো চামড়া নেই, পুরো কংকাল হয়ে গেছে এবং শরীরের অধিকাংশ জায়গা থেকে মাংস হারিয়ে গেছে। সঙ্গে সঙ্গে ৯৯৯ এ কল দিয়ে বিষয়টি নিশ্চিত করি।

এ বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে মরদেহটি কয়েকদিন আগে ঝড়ের কবলে পড়ে সমুদ্রে নিমজ্জিত জেলেদের হতে পারে।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *