জেলা প্রতিনিধি ভোলা।।
“সুস্থ দেহ, সুন্দর মন— দ্বীন কায়েমের আন্দোলন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় এ এ স্পোর্টিং ক্লাবের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় ভোলা ইলিশা নেছারিয়া মাদ্রাসার মাঠে এ এ স্পোর্টিং ক্লাব উদ্বোধন করেন ক্লাবের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা হাফেজ সালাউদ্দিন, উপদেষ্টা মো. আল আমিন, ক্লাবের পরিচালক ইফাদ, সহকারী পরিচালক আব্দুল হান্নানসহ স্থানীয় ক্রীড়াপ্রেমী ছাত্র ও খেলোয়াড়বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল আমিন বলেন, “মানুষের জীবনে ক্রীড়ার গুরুত্ব অপরিসীম। ক্রীড়া শুধু বিনোদন নয়, বরং শরীর ও মনকে সুস্থ ও সবল রাখার অন্যতম মাধ্যম। দলগত খেলায় সহযোগিতা, নেতৃত্ব ও শৃঙ্খলার গুণ বিকশিত হয়। খেলাধুলা মানুষের মধ্যে আত্মবিশ্বাস ও প্রতিযোগিতার মনোভাব জাগ্রত করে।”
পরিশেষে খেলোয়াড়দের হাতে ক্রীড়া সামগ্রী বিতরণের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।