বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

ভোলায় এ এ স্পোর্টিং ক্লাবের শুভ উদ্বোধন

জেলা প্রতিনিধি ভোলা।।

“সুস্থ দেহ, সুন্দর মন— দ্বীন কায়েমের আন্দোলন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় এ এ স্পোর্টিং ক্লাবের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় ভোলা ইলিশা নেছারিয়া মাদ্রাসার মাঠে এ এ স্পোর্টিং ক্লাব উদ্বোধন করেন ক্লাবের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা হাফেজ সালাউদ্দিন, উপদেষ্টা মো. আল আমিন, ক্লাবের পরিচালক ইফাদ, সহকারী পরিচালক আব্দুল হান্নানসহ স্থানীয় ক্রীড়াপ্রেমী ছাত্র ও খেলোয়াড়বৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল আমিন বলেন, “মানুষের জীবনে ক্রীড়ার গুরুত্ব অপরিসীম। ক্রীড়া শুধু বিনোদন নয়, বরং শরীর ও মনকে সুস্থ ও সবল রাখার অন্যতম মাধ্যম। দলগত খেলায় সহযোগিতা, নেতৃত্ব ও শৃঙ্খলার গুণ বিকশিত হয়। খেলাধুলা মানুষের মধ্যে আত্মবিশ্বাস ও প্রতিযোগিতার মনোভাব জাগ্রত করে।”

পরিশেষে খেলোয়াড়দের হাতে ক্রীড়া সামগ্রী বিতরণের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *