শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

মেমানিয়া ইউনিয়নে মাওলানা আবদুল জব্বারের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক।।

হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার।

সোমবার (১সেপ্টেম্বর) তিনি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাৎ ও সংলাপে অংশগ্রহণ করেন।

গণসংযোগকালে মাওলানা আবদুল জব্বার বলেন, জনগণের অধিকার ফিরিয়ে আনতে হলে দেশে ন্যায়বিচার, শান্তি এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠন করতে হবে। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি ইনশাআল্লাহ আমরা যদি জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে সংসদে যাওয়ার সুযোগ পাই, তবে সাধারণ মানুষের কল্যাণে কাজ করব। আমরা একটি সৎ, আদর্শিক ও জনকল্যাণমুখী নেতৃত্ব উপহার দিতে চাই।

গনসংযোগকালে তার সাথে ছিলেন হিজলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক নুরুল আমিন, উপজেলা সেক্রেটারি সৈয়দ গুলজার আলম, সাবেক উপজেলা সেক্রেটারী মাওলানা আবুল কালাম জমাদ্দার, বড়জালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা শাহে আলম চৌধুরী সামু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোঃ মোঃ খলিলুর রহমান, কাজীরহাট থানা কর্মপরিষদ সদস্য মোঃ জামাল উদ্দিন, মেমানিয়া সেসিপ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আবদুল মোতালেব, জামায়াতের মেমানিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা আফজাল হোসেন ও সেক্রেটারী মোঃ আবু হানিফ, হিজলা গৌরবদী ইউনিয়ন সভাপতি মাওলানা সালাহ্ উদ্দিন ও সহ সভাপতি মাওলানা শিবলী নুমান, হরিনাথপুর ইউনিয়ন সেক্রেটারী মাওলানা মহিউদ্দিন, জামায়াত নেতা মাওলানা আবদুল মতিন, মাওলানা মহিউদ্দিন, মোঃ রেজাউল করিম ও মোঃ মহিউদ্দিন প্রমুখ।

এছাড়াও উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীগণ অংশগ্রহন করেন।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *