বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
কাঁচাবাজারে

আজ থেকে কাঁচাবাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে।

কাঁচাবাজারে আজ শুক্রবার (১ নভেম্বর) থেকে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে। সরকারের এই নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এ কথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে মন্ত্রণালয়ের উদ্যোগে আজ থেকে কঠোর মনিটরিং চালু হচ্ছে। পাশাপাশি পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে।

এর আগে ১ অক্টোবর থেকে সুপারশপগুলোতে পলিথিন ও পলিপ্রপিলিনের ব্যাগ নিষিদ্ধ করা হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, যদি কোনো সুপারশপ পলিথিন ব্যাগ ব্যবহার করে, তবে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও আইন অনুবিভাগ) তপন কুমার বিশ্বাসের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের দল পলিথিন ব্যবহার বন্ধের অভিযান তদারকি করছে।

আজ সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে পলিথিন ব্যবহারের বিরুদ্ধে অভিযান শুরু হবে এবং আগামী রোববার থেকে এই অভিযান আরও জোরদার করা হবে।

এদিকে, রাজধানীর সুপারশপগুলোতে পলিথিনের বিকল্প হিসেবে পাট, কাপড় ও কাগজের ব্যাগ ব্যবহারের প্রক্রিয়া শুরু হয়েছে, যদিও এসব ব্যাগের সরবরাহ পর্যাপ্ত নয় বলে জানা গেছে।

গত ২৭ অক্টোবর সচিবালয়ে অনুষ্ঠিত একটি বিশেষ সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে কঠোর মনিটরিং ও অভিযান চালানো হবে।

২০০২ সালে বাংলাদেশে বিষাক্ত পলিথিন উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু দেশে পলিথিনের ব্যবহার তখন থেকে কমেনি। বরং গত দুই দশক ধরে এর উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি পেয়েছে। ২০১০ সালে সরকার নতুন একটি আইনও করেছে, কিন্তু তা বাস্তবায়নে তেমন সফলতা দেখা যায়নি।

আরো পড়ুন

Dhaka-Col-vs-City

সায়েন্স ল্যাবে সংঘর্ষ থামাতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

বাংলাদেশ বাণী ডেস্ক॥ রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *