বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধি
দীর্ঘ ২০ বছর পর নিজ গ্রামের বাড়ীতে ঈদ উদযাপন করবেন বলে জানিয়েছেন এবি (আমার বাংলাদেশ) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের গোয়ালবাথান গ্রামের ভূইয়া বাড়িতে নিজের আত্মীয় স্বজনের সাথে ঈদ উদযাপনের লক্ষ্যে তিনি বরিশাল এসেছেন। রবিবার সকালে বিমান যোগে ঢাকা থেকে বরিশাল এয়ারপোর্টে এসে পৌঁছেছেন। এসময় তাকে বরিশাল জেলা এবি পার্টির আহবায়ক ইঞ্জিনিয়ার কল্লোল চৌধুরী ও সদস্য সচিব জিএম রাব্বির নেতৃত্বে নেতাকর্মীরা ফুল দিয়ে রিসিভ করেন। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, দীর্ঘদিন পর বাড়ীতে ঈদ করতে বরিশালে এসেছি। ঈদের ছুটি বরিশালেই কাটাবো এবং এই অঞ্চলের মানুষের খোঁজ খবর নেব।