শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

ফিলিস্তিনিদের সমর্থনে বরিশালে বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক ।।
ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে ও নির্যাতিত ফিলিস্তিনিদেন প্রতি সংহতি জানিয়ে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে বরিশাল মহানগর বিএনপির আয়োজনে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ হয়। এরপর সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা।
এসময় মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তৃতা দেন, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন খান প্রমুখ।
বক্তারা বলেন, ইসরায়েলি বাহিনী শিশু থেকে শুরু করে সব মানুষদের গণহারে হত্যা করছে। আমরা যুদ্ধ চাইনা, শান্তি চাই। অনতিবিলম্বে বিক্ষোভ সমাবেষ থেকে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।
এর আগে বিক্ষোভ সমাবেশ ঘিরে দুপুরের পর থেকেই নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে ফিলিস্তিনি ও বাংলাদেশের পতাকা হাতে খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ স্থলে জড়ো হয় নেতা-কর্মীরা। এতে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষকদল, শ্রমিকদলসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশের পূর্বে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করে মহানগর বিএনপি। বিশাল এ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ। সেখানে সমাবেশে বক্তব্য দেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
এদিকে একই দাবিতে মহানগর বিএনপির ব্যানারে নগরীতে আরও একটি প্রতিবাদ মিছিল হয়েছে। মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির এবং পদবঞ্চিত নেতাকর্মীরা মিছিলটি বের করেন। বিকেল ৩টায় নগরীর বটতলা এলাকা থেকে বের হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

আরো পড়ুন

ইনকিলাব মঞ্চের ‍মুখপাত্র ও এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ

অনলাইন ডেস্ক রাজধানীর মতিঝিল থানা এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *