বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫
mohona tv

বরিশালে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক॥
দেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মোহনা টিভি ১৫ বছরে পদার্পণ করেছে। সোমবার (১১ নভেম্বর) এ উপলক্ষে বরিশাল রিপোর্টার্স ইউনিটির হল রুমে কেক কেটে ও আলোচনা অনুষ্টানের মধ্যে দিয়ে সকাল সাড়ে ১১টায় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান স্বপনের সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক সুশান্ত ঘোষের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: সোহরাব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলার স্থানীয় সরকারের উপ পরিচালক গৌতম বাড়ৈ, বরিশাল র‌্যাব-৮ এর এসসিপিসির কোম্পানি কমান্ডার মো: মাসুদুর রহমান, বরিশাল জেলা পুলিশের এ্যাডিশনাল এসপি মো: রেজোয়ান আহম্মেদ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক খালিদ সাইফুল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন- মোহনা টেলিভিশনের বরিশাল বিভাগীয় প্রধান শেখ শামীম, সিনিয়র সাংবাদিক নজরুল বিশ্বাসসহ অন্যান্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: সোহরাব হোসেন বলেন, মোহনা টেলিভিশন সব সময় দেশের মানুষের কথা বলে আসছে। তাদের সংবাদ দেশ ও জাতির জন্য খুবই উপকারি। তারা সব সময় ন্যায়ের সাথে সাংবাদিকতা করে আসছে। আগামী দিনে আরও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করবে। এ ছাড়া বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য কাজ করবে। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন পেশার প্রতিনিধিরা।

আরো পড়ুন

আগৈলঝাড়ায় বর্নাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব পালিত

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি বরিশালের আগৈলঝাড়ায় বাংলা ১৪৩২ বর্ষবরণ উৎসব পালন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *