বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

বরিশালে শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে গেল জুলাই বিপ্লবের প্রকৃত ইতিহাস—বিতরণ হলো শহীদ স্মারক গ্রন্থ”

বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর শাখার উদ্যোগে “জুলাই বিপ্লবের সঠিক ইতিহাস ও শহীদদের তালিকা” জাতির সামনে তুলে ধরার লক্ষ্যে প্রকাশিত শহীদ স্মারক: দ্বিতীয় স্বাধীনতার শহীদ যারা গ্রন্থের পান্ডুলিপির প্রথম দশ খণ্ড নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রন্থাগারে বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুর সাড়ে ১২টায় বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন-অর-রশিদ হাওলাদারের হাতে গ্রন্থের পান্ডুলিপি তুলে দেন বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর। এ সময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, কর্মপরিষদ সদস্য অধ্যাপক মো. শামীম কবির, হাতেম আলী কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ এবং শিবির নেতৃবৃন্দ।
শিক্ষক ও সুধীজনরা বলেন, জুলাই বিপ্লবের প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরতে এ উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে শিক্ষার্থী ও নতুন প্রজন্ম প্রকৃত ইতিহাস জানার সুযোগ পাবে।
অনুষ্ঠানে বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ এ যাবৎ যত গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস রয়েছে, সেগুলো অল্প সময়ের মধ্যেই বিকৃত হয়ে গেছে। প্রকৃত ইতিহাস জাতির সামনে থাকে না। জুলাই বিপ্লবের পরপরই জামায়াতে ইসলামী উদ্যোগ নিয়েছিল এই বিপ্লবের প্রকৃত ইতিহাস লিপিবদ্ধ করে সংরক্ষণ করার। এর ধারাবাহিকতায় আমিরে জামায়াতের নির্দেশনায় প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে। আজ বরিশালে শহীদ স্মারক গ্রন্থের প্রথম ১০ খণ্ড হস্তান্তর করা হলো। শিগগিরই বাকি খণ্ডগুলোও প্রকাশিত হবে। এ গ্রন্থ বিতরণের মধ্য দিয়ে বরিশালের শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রন্থাগারে জুলাই বিপ্লবের ইতিহাস সংরক্ষণ ও প্রচারের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

আরো পড়ুন

ইসলামের পক্ষে একমাত্র বাক্স হাতপাখায় ভোট প্রদানের আহ্বান মুফতি সৈয়দ ফয়জুল করিমের

নিজস্ব প্রতিবেদক | আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল–৬ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *