বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

ভোলায় ছাত্রশিবিরের সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

জেলা প্রতিনিধি ভোলা।।

ভোলা শহরে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভোলা শহর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার আসরের নামাজ শেষে শহরের বায়তুল রেদয়ান জামে মসজিদ (বড় মসজিদ) প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে ভোলা প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

শহর শিবির সেক্রেটারি হাসনাইন আহমেদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন ভোলা শহর শিবির সভাপতি আব্দুল্লাহ আল আমিন। বিশেষ অতিথি ছিলেন অর্থ সম্পাদক মাওলানা আল আমিন সাদ, দাওয়া সম্পাদক মাহফুজ বিল্লাহসহ শিবিরের সেক্রেটারিয়েট ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল আমিন বলেন, “রাসুলুল্লাহ (সা.) মানবতার জন্য এক অনুপম দৃষ্টান্ত। তিনি সত্য, ন্যায় ও শান্তির পতাকাবাহী। তাই আসুন আমরা সবাই তাঁর সীরাত অধ্যয়ন করি এবং জীবনে অনুসরণ করি।”

র‍্যালিতে অংশগ্রহণকারীরা নাত ও শ্লোগানের মাধ্যমে রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশ করেন। ব্যানারগুলোতে কুরআনের আয়াত, রাসুল (সা.)-এর জীবন থেকে দিকনির্দেশনা ও মানবতার বার্তা লিপিবদ্ধ ছিল। স্থানীয় জনগণও র‍্যালি উপভোগ করেন এবং এই উদ্যোগকে স্বাগত জানান।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *