মনজুর মোর্শেদ তুহিন।।
কক্সবাজারের রামু থানার একটি হত্যা মামলার পলাতক আসামি মো. ইব্রাহিম (২০)-কে পটুয়াখালী থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব জানায়, র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ও র্যাব-১৫, কক্সবাজার ক্যাম্পের একটি যৌথ দল শনিবার (৭সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পটুয়াখালী জেলার মহিপুর থানার বিপিনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আসামি মো. ইব্রাহিম কক্সবাজার জেলার সদর থানার উল্টাখালী এলাকার বাসিন্দা। তিনি মো. ইউনুছ ও শামিনা আক্তারের ছেলে।
ঘটনার বিবরণে জানা যায়, বাদী রিয়াজ উদ্দিন (৪৫) পেশায় একজন সিএনজি চালক। তার ছেলে নিহত সোহেল (১৭) জীবিকার তাগিদে টমটম রিকশা চালাতেন। গত ২আগস্ট সকালে প্রতিদিনের মতো সোহেল রিকশা নিয়ে বাড়ি থেকে বের হলেও সেদিন রাতে আর বাড়ি ফেরেননি।
পরদিন সকালে স্থানীয়দের মাধ্যমে পরিবার জানতে পারে, কক্সবাজার জেলার রামু থানাধীন রশিদনগর ইউনিয়নের উল্টাখালী এলাকায় একটি নালায় তার লাশ ভাসছে। পরবর্তীতে রামু থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় নিহতের পিতা রামু থানায় মামলা দায়ের করেন (মামলা নং-১৫, তারিখ ০৪/০৮/২০২৫ইং, ধারা-৩০২/২০১/৩৪)।
র্যাব জানায়, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।