বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

‎‎দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী যাত্রা শুরু

সোলায়মান তুহিন, গৌরনদী : ‎দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠানের মধ্য দিয়ে বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম. জহির উদ্দিন স্বপন আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী যাত্রা শুরু করেছেন।

‎বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় গৌরনদী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এ উপলক্ষে এক দোয়া-মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, যুগ্ম আহ্বায়ক গাজী আবু বক্কর, গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শফিকুর রহমান শরীফ স্বপন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শামীম খলিফা, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাইয়েদুল আলম খান সেন্টু, যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. জাফর ইকবালসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

‎দোয়া-মোনাজাত অনুষ্ঠানে বিএনপির হাজারেরও বেশি নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা ব্যক্ত করেন।

‎উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার ভোর ৬টায় এম. জহির উদ্দিন স্বপন রাজধানী ঢাকার শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেন। এরপর তিনি নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা শুরুর লক্ষ্যে সড়ক পথে গৌরনদী ও আগৈলঝাড়ার উদ্দেশ্যে রওনা হন।

আরো পড়ুন

হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল–৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *