বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

পাংশায় নাদির হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়য়ে ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত

সাকী মাহবুব ।।

যথাযোগ্য  মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজবাড়ীর পাংশায় কশবামাজাইল ইউনিয়নে নাদির হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।

শনিবার (৬সেপ্টেম্বর) দিবসটি উপলক্ষে সকাল ১১টায় নাদির হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়ে মশিয়ার রহমান মিলনায়তনে  মহানবী  হযরত মুহাম্মদ (সা.) এর জীবনীর ওপর আলোচনা সভা, নাতে রাসূল পরিবেশন, কুইজ প্রতিযোগিতা,  দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত  হয়েছে।

অনুষ্ঠানে নাদির হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়ের  প্রধান শিক্ষক কমল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে সহকারী শিক্ষক সাজ্জাদ হোসেনের সন্ঞালনায় শিক্ষকদের মধ্যে রাসূল (সা) জীবনীর উপর বক্তব্য রাখেন সহকারী শিক্ষক ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাহবুবুবুর রহমান (মতিউর), সহকারী শিক্ষক  আবদুল্লাহেল মারুফ খান, নাজমা পারভীন ও মো:আবু তালেব  প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা.) ছিলেন বিশ্বমানবতার জন্য আল্লাহর সর্বশ্রেষ্ঠ অনুগ্রহ। তার জীবনদর্শনে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র জীবনের সর্বোত্তম ও পরিপূর্ণ আদর্শ নিহিত রয়েছে। সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় প্রিয়নবীর প্রতি যেমন সর্বোচ্চ ভালোবাসা লালন করতে হবে তেমনি তার সুমহান আদর্শ অনুসরণ, চর্চা ও প্রচার-প্রসারে সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি ন্যায়ভিত্তিক শান্তিপূর্ণ, সুশৃঙ্খল সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করে অনুসরনীয় দৃষ্টান্ত স্থাপন করেন। পরিশেষে নাতে রাসূল ও  তাঁর জীবনের উপর ভিত্তি করে কুইজ প্রতিযোহিতা অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত  হয়।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *