নিজস্ব প্রতিবেদক।।
মুসলিম এইড অফ অস্ট্রেলিয়ার অর্থ সহায়তায় ‘ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এর উদ্যোগে’ বরিশালের ফিল্ড অফিস থেকে এতিম শিশুদের মাঝে তিন মাসের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় এতিম শিশুদের মাঝে এ বছরের তৃতীয় ধাপের খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়।
ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ বরিশাল ফিল্ড অফিসের ইনচার্জ মো. রহমাতুল্লাহ জানান, ২০২৩ সাল থেকে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ ‘অরফান কেয়ার প্রোগ্রাম’ এর আওতায় দেশের বিভিন্ন জেলায় এতিম শিশুদের জন্য বছরে চার ধাপে (সমগ্র বছরের জন্য ) খাদ্যসামগ্রীসহ বছরে একবার চিকিৎসা সুবিধা, দুইবার পোশাক প্রদান এবং সারাবছরের জন্য একবার শিক্ষা উপকরণ ও স্কুল ফি সহায়তা প্রদান করা হচ্ছে।
ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ’ এর সিইও মোঃ এনায়েত হোসাইন বলেন; প্রত্যেকটি এতিম শিশু ৫ থেকে ১৮ বছর পর্যন্ত এমন খাদ্যসামগ্রীসহ নানান সুযোগসুবিধা পাবে। এই সেবামূলক কাজ সহ বিভিন্ন কল্যানকর কার্যক্রমও চলমান থাকবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।