বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

ঝালকাঠিতে ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ) উদযাপন

আহমেদ বেলাল।।

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পশ্চিম চাড়াখালী হামেজউদ্দিন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)। গত ৬ ই সেপ্টেম্বর, শনিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উক্ত বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কবি ও প্রবন্ধকার- আহমেদ বেলাল এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় শিক্ষার্থীরা হামদ, না’ত ও দরুদ শরীফ পরিবেশন করে। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক- সন্তোষ কুমার দাসের নেতৃত্বে এবং সকল শিক্ষকদের তত্ত্বাবধানে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের মধ্যে কেরাত, হামদ, না’ত ও বক্তৃতার আয়োজন করা হয়। পরে, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান শিক্ষক সন্তোষ কুমার দাসে’র সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক মো: মঈনুল হাসান। প্রধান শিক্ষক তাঁর বক্তব্যে বলেন, “নবী করিম (সাঃ) মানবজাতির মুক্তির দূত। তাঁর শিক্ষা ও জীবন অনুসরণ করলেই প্রকৃত মানুষ হওয়া সম্ভব।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উক্ত বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো: জাহাঙ্গীর হোসেন, কবি ও প্রবন্ধকার আহমেদ বেলাল, শিক্ষক রতন চন্দ্র সিকদার, বিজন চন্দ্র দাস ও ইন্দ্রজিৎ দাস । তাঁরা নবী করিম (সাঃ)- এর জীবনাদর্শকে শিক্ষার্থীদের জীবন গঠনের জন্য অনুসরণের আহ্বান জানান।

বিশেষ দোয়া পরিচালনা করেন শিক্ষক মোঃ মঈনুল হাসান। দোয়ায় দেশ ও জাতির কল্যাণ ও ঐক্য কামনা করা হয়।

আয়োজনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও স্থানীয় অভিভাবক ও সুধীজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সবার মধ্যে তাবারক বিতরণ করা হয়।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *