শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

ঝালকাঠিতে ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ) উদযাপন

আহমেদ বেলাল।।

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পশ্চিম চাড়াখালী হামেজউদ্দিন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)। গত ৬ ই সেপ্টেম্বর, শনিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উক্ত বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কবি ও প্রবন্ধকার- আহমেদ বেলাল এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় শিক্ষার্থীরা হামদ, না’ত ও দরুদ শরীফ পরিবেশন করে। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক- সন্তোষ কুমার দাসের নেতৃত্বে এবং সকল শিক্ষকদের তত্ত্বাবধানে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের মধ্যে কেরাত, হামদ, না’ত ও বক্তৃতার আয়োজন করা হয়। পরে, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান শিক্ষক সন্তোষ কুমার দাসে’র সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক মো: মঈনুল হাসান। প্রধান শিক্ষক তাঁর বক্তব্যে বলেন, “নবী করিম (সাঃ) মানবজাতির মুক্তির দূত। তাঁর শিক্ষা ও জীবন অনুসরণ করলেই প্রকৃত মানুষ হওয়া সম্ভব।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উক্ত বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো: জাহাঙ্গীর হোসেন, কবি ও প্রবন্ধকার আহমেদ বেলাল, শিক্ষক রতন চন্দ্র সিকদার, বিজন চন্দ্র দাস ও ইন্দ্রজিৎ দাস । তাঁরা নবী করিম (সাঃ)- এর জীবনাদর্শকে শিক্ষার্থীদের জীবন গঠনের জন্য অনুসরণের আহ্বান জানান।

বিশেষ দোয়া পরিচালনা করেন শিক্ষক মোঃ মঈনুল হাসান। দোয়ায় দেশ ও জাতির কল্যাণ ও ঐক্য কামনা করা হয়।

আয়োজনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও স্থানীয় অভিভাবক ও সুধীজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সবার মধ্যে তাবারক বিতরণ করা হয়।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *