শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বরিশালে কৃষক বাবুল হত্যায় ২৭জনের নামে মামলা, গ্রেফতার-৭

নিজস্ব প্রতিবেদক।। 

বরিশালের মুলাদী উপজেলায় কৃষক বাবুল ব্যাপারীকে কুপিয়ে হত্যার ঘটনায় ২৭জনকে আসামি করে মামলা হয়েছে।

রোববার (১৪সেপ্টেম্বর) রাতে নিহতের বড়ভাই আব্দুল জলিল ব্যাপারী বাদী হয়ে মুলাদী থানায় মামলা করেন।

হত্যার ঘটনায় মৃধারহাট এলাকা থেকে সাতজনকে গ্রেফতার করে থানা পুলিশ।  সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তার আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ১২সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৩টার দিকে বাবুল ব্যাপারী নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়। বাবুল ব্যাপারী উপজেলার মুলাদী সদর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড বজায়শুলী গ্রামের মৃত গহর আলী ব্যাপারীর ছেলে।

জমি নিয়ে বিরোধের জের ধরে একই গ্রামের করিম মল্লিক ও তার লোকজন তাকে কুপিয়ে হত্যা করে বলে দাবি করেছেন বাবুলের পরিবারের সদস্যরা। ওই সময় আলীম ব্যাপারী, রেশমা আক্তারসহ ৭/৮ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। ওই ঘটনায় নিহত বাবুলের বড় ভাই আব্দুল জলিল ব্যাপারী বাদী হয়ে রোববার রাতে করিম মল্লিকসহ ১২জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫জনসহ ২৭জনকে আসামি করে মুলাদী থানায় মামলা করেন।

মুলাদী থানা পুলিশ জানায়, হত্যার পর থেকে অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালায়। রোববার দুপুরে করিম মল্লিক ও তার লোকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে মৃধারহাট খেয়াঘাট এলাকা থেকে সাতজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- বজায়শুলী গ্রামের করিম মল্লিক (৬০), তার ছেলে রফিক মল্লিক (২৮), শফিক মল্লিক (২২), ইয়াসিন মল্লিক (১৮), ইউনুছ সরদারের ছেলে রাজ্জাক সরদার (৪৫), নজরুল সরদার (২৫), মুলাদী পৌরসভার চরডিগ্রি গ্রামের ৮নম্বর ওয়ার্ডের মৃত ইসমাইল খানের ছেলে আ. করিম খান (৪০)।

মুলাদী থানার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, হত্যার ঘটনায় ২৭জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পালিয়ে যাওয়ার সময় সাত আসামি গ্রেপ্তার করা হয়েছে। তাদের সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতার চেষ্টা চলছে।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *