বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

নগরীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জামায়াতের আর্থিক সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর আলেকান্দার নুরিয়া স্কুল সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর। ক্ষতিগ্রস্তদের খোঁজখবর ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবরের নেতৃত্বে নুরিয়া স্কুল এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাতটি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয় এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজ নেওয়া হয়।

এসময় মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, “জামায়াতে ইসলামী একটি মানবিক সংগঠন। দেশের যেকোনো দুর্যোগ ও বিপদ-মুসিবতে জামায়াতে ইসলামী তার সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা করে। আমাদের ওপর চরম জুলুম-নির্যাতন চলাকালীন সময়েও আমরা জীবনের ঝুঁকি নিয়ে বিপদগ্রস্ত মানুষের সহায়তা করে গেছি। আমাদের আমিরে জামায়াত, মানবিক নেতা ডা. শফিকুর রহমান ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।”

সহায়তা প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, সহকারী সেক্রেটারি তারিকুল ইসলাম, কোতোয়ালি দক্ষিণ থানার নায়েবে আমীর অ্যাডভোকেট সালাউদ্দিন মাসুম, সেক্রেটারি মাওলানা আব্দুর রউফসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি শুক্রবার রাতে নুরিয়া স্কুল এলাকায় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে অন্তত সাতটি ব্যবসা প্রতিষ্ঠান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে।

স্থানীয়রা বলেন, এ ধরনের মানবিক সহায়তা ক্ষতিগ্রস্তদের জন্য বড় ধরনের মানসিক সাহস ও সহানুভূতির বার্তা বহন করে।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *