শনিবার, এপ্রিল ১২, ২০২৫
Najir pur

নাজিরপুরে ২৪০ দিনে কুরআন মুখস্ত করলেন আট বছরের নাফিউল ইসলাম

আল-আমিন হোসাইন,
নাজিরপুর(পিরোজপুর)সংবাদদাতা:

পিরোজপুরের নাজিরপুর উপজেলার সেখমাটিয়া গ্রামের মশিউল আলম সোহেলের আট বছর বয়সী শিশু সন্তান মো. নাফিউল ইসলাম নিয়াজ মাত্র ২৪০ দিনে পবিত্র কোরআন শরিফ মুখস্থ করে নজির সৃষ্টি করেছে।জানা গেছে, গত অক্টোবরে তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা পিরোজপুর
শাখা থেকে হিফজ শেষ করে নাফিউল ইসলাম।

২০১৬ সালের ১৮ জানুয়ারির পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সেখমাটিয়া গ্রামে জন্মগ্রহণ করে  নাফিউল। তার বাবা মশিউল আলম সোহেল পেশায় একজন শিক্ষক।নাফিউলের বাবা মো. মশিউল আলম সোহেল বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে মাত্র আট মাসে আমার ছেলে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে। আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন। সে যেন বড় হয়ে একজন আলেম ও ইসলামি স্কলার হয়ে ইসলামের খেদমত করতে পারে।

তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. আবু হানিফ বলেন, আল্লাহর অশেষ অনুগ্রহে শিক্ষক ও অভিভাবকদের প্রচেষ্টায় মো. নাফিউল ইসলাম নিয়াজ ২৪০ দিনে হিফজ সম্পন্ন করতে সক্ষম হয়েছে। এই কেন্দ্রিক মেধাবী ছেলেরা অত্যন্ত ভদ্র ও শান্ত স্বভাবের হয়ে থাকে। নাফিউলও এর ব্যতিক্রম নয়, আমরা তার জন্য দোয়া করি। সে যেন একজন বড় আলেম হতে পারে।

আরো পড়ুন

বহিষ্কার হলেন বরিশাল নগর গোয়েন্দা পুলিশের এএসআই আউয়াল

নিজস্ব প্রতিবেদক ।। নির্ধারিত এলাকার বাইরে গৌরনদীতে অভিযান চালিয়ে মাদকসহ নারী ব্যবসায়ীকে আটকের পর ছেড়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *