বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬
Tazu news Pic

তজুমদ্দিনে ৫৩ তম জাতীয় সমবায় দিবস সভা অনুষ্ঠিত হয়েছে।

তজুমদ্দিন ভোলা প্রতিনিধি:

উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে ভোলার তজুমদ্দিনে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করেন। বেলা ১১টায় একটি র‌্যালী বের করে উপজেলা চত্ত¡রে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা সমবায় কর্মকর্তা আবু সাইদ আব্দুল্লাহ আল রুমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা শুভ দেবনাথ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, প্রেসক্লাব আহবায়ক ফখরে আজম পলাশ, রঙধনু মৎস্যজীবি সমবায় সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন লিটন, শিক্ষক প্রতিনিধি গাজী আঃ জলিল, শতদল মহিলা সমবায় সমিতির সভানেত্রী রুমা বেগম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মোঃ আলাউদ্দিন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তাসহ সমবায় সমিতির সভাপতি/সম্পাদকরা উপস্থিত ছিলেন।

 

আরো পড়ুন

অবহেলিত জনপদের মানুষের কল্যাণে কাজ করতে চাই – মাওলানা আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে ১১ দলীয় ঐক‍্যজোট (ঐক্যবদ্ধ বাংলাদেশ) সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *