মাইদুল ইসলাম শফিক।।
বানারীপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত মন্দির কমিটির নেতৃবৃন্দকে নিয়ে এ পরিস্থিতি সভা অনুষ্ঠিত হয়।
১৮সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকাল ১১টায় বানারীপাড়া উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বায়েজিদুর রহমানের সভাপতিত্বে প্রস্ততি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জি,এম,এ মুনীব,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: ফখরুল ইসলাম মৃধা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তফা, বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহ আলম মিঞা,সহ-সভাপতি গোলাম মাহমুদ মাহবুব মাস্টার, সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা, পৌর বিএনপি সম্পাদক হাবিবুর রহমান জুয়েল, উপজেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারি হাফেজ মোকাম্মেল হোসেন মোজাম্মেল, উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদার,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম, পৌর জামায়াতে ইসলামী”র সভাপতি মোঃ কাওছার হোসেন, উপজেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি মাওলানা মোঃ শিহাব উদ্দিন, বানারীপাড়া পূজা উদযাপন পরিষদের পরিষদের সভাপতি দেবাশীষ রায়, সাধারণ সম্পাদক গৌতম সমাদ্দার, বানারীপাড়া সার্বজনীন হরিসভা মন্দিরের সভাপতি উজ্জ্বল কুন্ডু, সাধারণ সম্পাদক বিটু দাস, বানারপাড়া খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সহ-সভাপতি কমল মাষ্টার, সাংবাদিক সাব্বির হোসেন বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ। সভায় দূর্গাপূজা উদযাপনের জন্য উপজেলার বিভিন্ন এলাকার স্থাপিত ৫৭টি মন্দিরের সভাপতি এবং সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।