বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

লালমোহনে ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন

আজিম উদ্দিন খান লালমোহন প্রতিনিধি।।

ভোলার লালমোহন পৌরসভার ৮নং ওয়ার্ড ওয়েস্টার্ন পাড়ার সাবেক কমিশনার মো. আমজাদ হোসেন আলম’র উদ্যোগে লাস্ট ড্রেস বাই শওকত এর ব্যবস্থাপনায় গরীব ও অসহায় রোগীদের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৯সেপ্টেম্বর) সকালে লালমোহন ওয়েস্টার্ন পাড়া, ডাকবাংলো ব্রীজের পশ্চিম পাশে ফ্রি চিকিৎসার ক্যাম্পের উদ্বোধন করেন, লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো.আবদুস সামাদ।

এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সাংবাদিক সংস্থার লালমোহন উপজেলার সভাপতি মো. শাহীন কুতুব এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌরসভার সাবেক কমিশনার মো. আমজাদ হোসেন আলম ও লাস্ট ড্রেস বাই শওকত’র পরিচালক মো. শওকত আরিফ প্রমূখ।

আলোচনা সভায় বক্তব্যে তারা বলেন, আমাদের চার পাশে অসহায় মানুষ আছেন যারা বিভিন্ন রোগে ভোগছেন। টাকার অভাবে চিকিৎসা নিতে পারছেন না। সে সকল অসহায় গরীব রোগীদের জন্য এই ফ্রি চিকিৎসার আয়োজন করা হয়েছে।এখানে এখন থেকে প্রতি শুক্রবার সকাল ৯:০০- বিকাল ৫:০০টা পর্যন্ত রোগী দেখবেন। এছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার পযর্ন্ত প্রতিদিন ফ্রি রোগী দেখবেন ডি.এম.এফ.(ঢাকা), বি.এইচ.এস.স:ক: অপসর প্রাপ্ত মেডিকেল অফিসার থানা স্বাস্থ্য কমপ্লেক্স তেজগাঁও, ঢাকা ডা: মো. মাকসুদুর রহমান।

এখানে মা-ও শিশু, মেডিসিন, গ্যাস্টোলিভার, বাথ-ব্যাথা, বক্ষব্যাধি, চর্ম, এলার্জি ও ডায়াবেটিস রোগীদের চিকিৎসা প্রদান করা হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট মো. রাজিব হাসনাত শাকিল, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. কবির মিয়া, মাও. মো. জাকির হোসেন, মো. কবির জমাদার, মো. আ: রাজ্জাক হাওলাদারসহ আরও অনেকে।

আরো পড়ুন

কলাপাড়ার ধুলাসারে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক

মাহতাব হাওলাদার, মহিপুর : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসারে আলহাজ্ব জালালউদ্দিন ডিগ্রি কলেজের সামনে একটি আবাসন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *