শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫

ঝালকাঠিতে অসহায়  শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ 

জাহাঙ্গীর আলম, ঝালকাঠি॥
ঝালকাঠিতে বিশেষ চাহিদাসম্পন্ন শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা প্রশাসন। বুধবার সকালে শহরের সুইট বাংলাদেশ বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র তুলে দেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।
শীতবস্ত্র বিতরেণের সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জল কুমার রায়, উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিন, প্রধান শিক্ষক লুৎফুন নেছা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডবোকেট আককাস সিকদার। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ওই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরাও সমাজের বিভিন্ন  ক্ষেত্রে অবদান রাখছে। তাই তাদেরকে বোঝা না মনে করে সম্পদ মনে করতে হবে। তাদেরকে অবহেলার চোখে দেখা যাবেনা।

আরো পড়ুন

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বোরহানউদ্দিনে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ মিছিল

রিয়াজ ফরাজি ।। ফিলিস্তিনে গনহত্যা ও হামলার প্রতিবাদে ভোলার বোরহানউদ্দিনে সর্বস্তরের জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *