এম জামাল বোরহানউদ্দিন প্রতিনিধি।।
ভোলার বোরহানউদ্দিন উপজেলা গঙ্গাপুর ইউনিয়নের ধারিয়া গ্রামে ছেলেকে বাঁচাতে গিয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া মায়ের পরিবারকে সান্ত্বনা দিতে ২১সেপ্টেম্বর বিকেলে বাড়িতে যান জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মুফতি মাওলানা মোঃ ফজলুল করিম।
তিনি শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে গভীর সমবেদনা জানান। পরিবারের উদ্দেশে তিনি বলেন, “মা সন্তানের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। ইসলামে সন্তানের জন্য এ ত্যাগ নিঃসন্দেহে মহৎ ও অনন্য দৃষ্টান্ত। মহান আল্লাহ তায়ালা তাঁর জন্য উত্তম প্রতিদান রাখবেন, ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য ধরুন—‘নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।’ (সূরা বাকারা: ১৫৩)”

এ সময় স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও এলাকাবাসী সহ দোয়া আয়োজন করে নিখোঁজ মায়ের মাগফিরাত কামনা করেন।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারটি এখনও মায়ের সন্ধানের অপেক্ষায় দিন কাটাচ্ছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।